আলমগীর মানিক,রাঙামাটি :

পিছিয়ে থাকা পার্বত্যবাসীর ভাগ্যোন্নয়নে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে পাহাড়ের তৃণমুল পর্যায়ে চষে বেড়াচ্ছেন জাতীয় ঐক্য ফ্রন্টের মনোনীত প্রার্থী সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং পার্বত্য রাঙামাটি আসনে ধানের শীষ প্রতিকের নির্বাচনী প্রচারনায় শনিবার দূর্গম নানিয়ারচর উপজেলা সফরে গিয়ে মনিস্বপন দেওয়ান বলেন, বিগত ১২টি বছর রাঙামাটিবাসীর ভাগ্যোন্নয়নে একটিও বিশেষ প্রকল্প বাস্তবায়ন হয়নি।

রাঙামাটির রাজস্ব খাতে যোগ হয়নি অর্থনীতির নতুন মাত্রা। পাহাড়ের খেটে খাওয়া মানুষ শাসকদলের যাতাকলে পিষ্ঠ হতে হতে বর্তমানে নিঃশেষ হতে চলেছে। মুখে গনতন্ত্রের কথা বললেও সারাদেশের ন্যায় পার্বত্যাঞ্চলেও কায়েম করা হয়েছে বাকশালী শাসন ব্যবস্থা। এই ধরনের শ্বাসরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে ধানের শীষে নিজের মূল্যবান ভোট দিয়ে নিজেদের ভাগ্যোন্নয়নে অগ্রগামী হতে নানিয়ারচরবাসীর প্রতি আহবান জানিয়েছেন ধানের শীষ প্রতিকের প্রার্থী মনিস্বপন দেওয়ান।

শনিবার নানিয়ারচর উপজেলায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মনিস্বপন এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় বিএনপির উপজাতীয় বিষয়ক সহ-সম্পাদক সাবেক সেনা কর্মকর্তা কর্ণেল মনিষ দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদৎ মোঃ সায়েমসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি এজাজ নবী রেজা জানিয়েছেন, শনিবার সকালে রাঙামাটি থেকে রওয়ানা হয়ে কুতুকছড়ি, ঘিলাছড়ি, বগাছড়ি, রামহরি পাড়া, মারমা অধ্যুষিত পুলি পাড়া, বুড়িঘাট, ইসলামপুর, নানিয়ারচর বাজার ও সাপছড়িতে জনসভা ও পথসভার মাধ্যমে পাহাড়ি-বাঙ্গালী উভয় সম্প্রদায়ের কাছে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারনা চালিয়েছেন মনিস্বপন দেওয়ান।