শাহিদ মোস্তফা শাহিদ, সদর:
কক্সবাজার সদরের ঈদগাঁও থেকে অপহরণের শিকার দুই শ্রমিক ১৮ ঘন্টা পর মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। তারা বর্তমানে চিকিৎসার জন্য হাসপাতালে দিকে রওনা দিচ্ছে। মমঙ্গলবার রাত ১০ টার দিকে তাদের ছেড়ে দেয় বলে জানায় কালির ছড়া এলাকার প্রতিবাদী যুবক জামিল উদ্দীন শাম।
ফিরে আসা শ্রমিকরা হলেন কালিরছড়া উত্তরপাড়া এলাকার মোহাম্মদ কালুর ছেলে ছৈয়দুল হক, মৃত আকতার হোছেনের ছেলে কালাইছ্যা।
তিনি মুঠোফোন জানায়,অপহরণের পর থেকে ঐ চক্রটি স্বজনদের কাছে আড়াই লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে আসছিল।দীর্ঘক্ষন দরকষাকষি করে শেষমেশ ৯০ হাজার টাকায় নেমে আসে। পরে তাদের স্বজনরা অপহরণ চক্রের পছন্দের জায়গা ঈদগাঁও ঈদগড় সড়কের হিমছড়ি এলাকার পুর্বে জঙ্গলে মুক্তিপণ বুঝিয়ে দিলে তাদের ছেড়ে দেয়।
উল্লেখ্য,১৮ ডিসেম্বর ভোর ৪ টার দিকে ইউনিয়নের কালির ছড়া পুর্বে গহীন জঙ্গলে কূল বাগান এলাকা থেকে তাদের তুলে নিয়ে যায় পাহাড়ী অপহরণকারীরা। এদিকে প্রতিনিয়ত অপহরণ বানিজ্যের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ছে হাজার হাজার অধিবাসী।