আলমগীর মানিক,রাঙামাটি :
ধানের শীষের পক্ষে পাহাড়ের বাতাস বইতে শুরু করায় ক্ষমতাসীনদের মাথায় গন্ডগোল শুরু হয়েছে মন্তব্য করে ২৯৯ নং রাঙামাটি আসনের ধানের শীষ তথা জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বলেছেন দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আগামী ৩০শে ডিসেম্বর ধানের শীষে ভোট আপনাদের মূল্যবান ভোট প্রদান করুন। সোমবার রাঙামাটির লংগদু উপজেলায় নির্বাচনী প্রচারিভাযানে গিয়ে মনিস্বপন দেওয়ান উপজেলাবাসীর প্রতি এই আহবান জানিয়ে বলেন, সারাদেশের ন্যায় পাহাড়ের জনগণও বহু বছর পর তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার একটি সুযোগ পেয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সন্ত্রাস-চাঁদাবাজ, লুন্ঠনকারি বাকশালীদের বিদায়ে ব্যালটের মাধ্যমে উচিত জবাব দিতে জাতীয় ঐক্য ফ্রন্টের আহবানে সাড়া দেওয়ার আহবানও জানান বিএনপি সরকারের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান।
সোমবার দুপুরে লংগদু উপজেলাধীন ভাসাইন্যাআদম ইউনিয়নে নিবাচনী সমাবেশ মনিস্বপন দেওয়ান এসব কথা বলেন। এসময় কেন্দ্রীয় বিএনপির নেতা এ্যাডভোকেট দীপেন দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহআলম, জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহাম্মেদ সাব্বিরসহ জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন। সোমবার সকালে লংগদু উপজেলায় নির্বাচনী সফরে গিয়ে ভাসাইন্যাআদম ইউপি’র কয়েক শতাধিক নারী-পুরুষের উপস্থিতি অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ভাসাইন্যা আদম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের। বিএনপির নেতৃবৃন্দ জানান, সোমবার ও মঙ্গলবার এই দু’দিনে পুরো উপজেলায় অন্তত ১০টি নির্বাচনী সমাবেশ ও উঠান বৈঠক করে স্থানীয় জনসাধারণকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোটদিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহবান জানানো হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।