মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বিএনপি’র মনোনয়ন পেয়েছেন। ২৭ নভেম্বর মঙ্গলবার বেলা দু’টার দিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত মনোনয়নপত্রটি হস্তান্তর করা হয় বলে একই আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এ প্রতিবেদককে ঢাকা থেকে মুঠোফোনে নিশ্চিত করেছেন।