সংবাদদাতা:
রামু জোয়ারিয়ানালা এইচ. এম. সাঁচি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মৌঃ মুফিজুর রহমান (৫৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন(ইন্নালিল্লাহি……..রাজিউন)। বৃহস্পতিবার(২২ নভেম্বর) রাত ১.৩০ মিনিটের সময় জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়াপাড়া গ্রামের নিজবাস ভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি ইলিশিয়াপাড়া গ্রামের মরহুম রুস্তম আলীর কনিষ্ঠ পুত্র। শিক্ষক মুফিজুর রহমানের মৃত্যুতে গভীরশোক প্রকাশ করেছেন জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি,শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বৃহস্পতিবার বেলা ২.৩০ মিনিটের সময় জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় শোকাহত জনতার ঢল নামে।
তিনি ১৯৮০ সালে জোয়ারিয়ানালা এইচ. এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। দীর্ঘ ৩৮বছর শিক্ষকতা করে অসংখ্য ছাত্র-ছাত্রী রেখেযান। তাঁর জানাযায় সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান,রাজনৈতিক ব্যক্তিবর্গ , গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক সমাজ ও অসংখ্য শিক্ষার্থীসহ সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।