সিবিএন ডেস্ক :
নায়েমের মহাপরিচালক সৈয়দ অধ্যাপক মো. গোলাম ফারুককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্ব দিয়েছে সরকার। রোববার (১৮ নভেম্বর) আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
এর আগে গত ২০শে ফেব্রুয়ারি তাকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়। নায়েমের আগে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলেরর পরিচালক পদে ছিলেন। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ইংরেজির অধ্যাপক। রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় ২০০৬ খ্রিস্টাব্দে বিসিএস শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদে সরাসরি নিয়োগ পান তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন গোলাম ফারুক।
মাউশি অধিদপ্তরের মহাপরিচালকের পদটি ১ম গ্রেডের। কিন্তু বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১ম গ্রেডের কেউ নেই। তাই এসএসবি করে মহাপরিচালক নিয়োগ দেয়া না যাওয়ায় চলতি দায়িত্ব দেয়া হচ্ছে গত প্রায় ২০ বছর যাবত।
মাউশির মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান গত ৩ নভেম্বর ইন্তেকাল করেন।