হাবিবুর রহমান সোহেল, নাইক্ষ্যংছড়ি:
রামু থানা পুলিশের সফল অফিসার ইনচার্জ মুহাম্মদ আবুল মনসুরের নির্দেশে পুলিশের একটি টহল টিম পৃথক অভিযান চালিয়ে একজন ডাকাতসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ৫ নম্ভেভর সোমবার গভীর রাতে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয় বলে জানান ওসি রামু। আটককৃত ডাকাত হলো রামুর দক্ষিণ মিঠাছড়ির সিকদার পাড়ার মৃত নুর আহম্মদের পুত্র নুরুল ইসলাম বাবুল (৩৬) প্রকাশ ভাগিনা ডাকাত।
আর মাদক ব্যবসায়ী হলেন, রামু জোয়ারিয়া নালার মইষকুম পাড়ার মোঃ মজিবুর রহমান পিতা রশিদ আহমদ প্রকাশ গুরা মিয়া। পুলিশ জানিয়েছেন, মুজিবুর রহমানের বিরুদ্ধে মোট তিনটা মাদকের মামলা আছে। অপর মাদক ব্যবসায়ী হলেন, একই এলাকার খোরশেদ আলম পিতা মোহাম্মদ আলী।
রামু থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর জানান, রামু ফতেকার কুল সিকদার পাড়া রাস্তার উপর থেকে ৪০ লিটার বাংলা মদসহ ওই দুজনকে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তিন জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে জানান ওসি রামু।