বার্তা পরিবেশক:


কক্সবাজারের টেকনাফে ৯ হাজার ৮০৫ পিস ইয়াবাসহ মোঃ করিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব)-৯ এর সদস্যরা। র‌্যাব- ৯ এর টেকনাফ-২ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে র‌্যাবের একটি দল শুক্রবার (২ নভেম্বর) দুপুর ১২ টায় টেকনাফের হাবির ছড়া থেকে তাকে আটক করেন। আটক মোঃ করিম হাবির ছড়ার রহিম আলীর পুত্র। তার বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব- ৯ এর টেকনাফ-২ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ আনোয়ার হোসেন শামীম জানান, আসামী করিম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় সম্পৃক্ত থেকে এলাকার যুবসমাজকে বিপথগামী করে যাচ্ছিল। তাকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ আটক করা হয়।

দেশকে মাদকের অভিশাপমুক্ত করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও ডিজি র‌্যাব নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এ যুদ্ধ অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন তিনি।