শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:
কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারে দিন দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এসময় চোরের দল ক্যাশ বাক্স ভেঙে নগদ ৯ লাখ টাকা ও দুইটি বিকাশের মোবাইল নিয়ে গেছে। এসময় দোকানে ব্যবহৃত সিসি ক্যামরার প্রয়োজনীয় সরঞ্জামও নষ্ট করে দেয় চোরের দল। ২ অক্টোবর বেলা দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে বাজারের ডিসি সড়ক অবস্থিত মাতবর মার্কেটে তাসনিম ইলেক্ট্রিক নামের একটি দোকানে।
ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ ছৈয়দ নুর জানান, ঘটনার ৫/১০ মিনিট পুর্বে দোকানের কর্মচারীরা চাটার টেনে দিয়ে জুমার নামাজ আদায় করতে যায়। এসময় দোকানটি তালাবদ্ধ ছিল না। এমন সময়ে চোরের দল দোকানে প্রবেশ করে ক্যাশ বক্সের তালা ভেঙে রক্ষিত নগদ ৯ লাখেরও অধিক টাকা, দুইটি বিকাশের মোবাইল নিয়ে যায়। নামাজ শেষে কর্মচারীরা এসে দেখতে পায় দোকানের তালা ভাঙ্গা।
এ ঘটনায় দোকান মালিক ছৈয়দ নুর পার্শ্ববর্তী দোকান গুলোতে লাগানো সিসি ক্যামরায় চোর শনাক্তের চেষ্টা চালাচ্ছে। এদিকে দিনদুপুরে চুরি সংগঠিত হওয়ায় অপরাপর ব্যবসায়ীদের মাঝে অজানা আতংক বিরাজ করছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।