সিবিএন :

রামু উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মেরাজ আহামেদ চৌধুরী মাহিন, সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল্লাহ আল মামুন, রামু উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মানোয়ার আলম, খুনিয়াপালং ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফরিদুল আলম সহ ১৬ জন নেতা নেতা কর্মীদের বিরুদ্ধে “গায়েবী মামলা” দায়ের করায় রামু-কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না তীব্র নিন্দা জানিয়েছেন। নেতৃবৃন্দ এই মিথ্যা, বানোয়াট ও হাস্যকর “গায়েবী” মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবী জানিয়ে বলেন, অনির্বাচিত সরকারের আয়ু শেষ হয়ে যাওয়ায় আবার ক্ষমাতায় আসার জন্য পাগল হয়ে উঠেছে। নেতৃবৃন্দের পক্ষে সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের একান্ত সহকারী দেলোয়ার হোসেন প্রদত্ত প্রতিবাদ লিপিতে বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করার জন্য সরকার পুলিশ বাহিনী দিয়ে পরিকল্পিতভাবে দেশের সর্বত্র বিএনপি’র নেতা কর্মীদের বিরুদ্ধে গায়েবী ও ভূতড়ে মামলা দায়ের করছে। তারই ধারবাহিকতা সোমবার কক্সবাজার মডেল থানায় এবং মঙ্গলবার রামু থানায় বিএনপি’র নেতা কর্মীদের বিরুদ্ধে পর পর দুটি বায়বীয় মামলা দায়ের করা হয়েছে। যাতে কোন প্রতিদ্বন্ধিতা ছাড়াই একতরফা তথাকথিত নির্বাচন করে আবারো আওয়ামীলীগ ক্ষমতায় যেতে পারে। নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ভবিষ্যতে সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হওয়া ছাড়া অন্য কোন ধরনের নির্বাচন এদেশে বিএনপি কোন অবস্থাতেই হতে দেবেনা।