কায়সার হামিদ মানিক,  উখিয়া :
উখিয়ায় সাজাপ্রাপ্ত এক মিয়ানমার নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায় গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে রত্নাপালং ইউনিয়নের রুহুল্লার ডেবা এলাকায় অভিযান চালিয়ে আদালত কর্তৃক ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে একদল পুলিশ।
ধৃত আসামী মিয়ানমারের আখিয়াব জেলার খাংদং গ্রামের মোঃ কামালের ছেলে মোঃ সলিম উল্লাহ (৩৫)। সহকারী উপ-পরিদর্শক মোঃ দিদারুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ৩ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রত্নাপালং ইউনিয়নের রুহুল্লার ডেবা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
এব্যাপারে অভিযানে নেতৃত্বধানকারী অফিসার দিদারুল ইসলাম জানান, আদালত থেকে সে কৌশলে জামিন নিয়ে দীর্ঘ দিন ধরে আত্নগোপনে ছিল। সে আদালতে হাজিরা না দেওয়ার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সলিম উল্লাহকে ৩ বছরের সাজা প্রদান করেন।