এম.মনছুর আলম, চকরিয়া:
সৃজনে উন্নয়নে বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসনের আয়াজনে ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগীতায় র্যালি, পিঠা উৎসব, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩০ অক্টোবর) বিকাল ৩টার দিকে চকরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক আলোচনা মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম।এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত, চকরিয়া সরকারী কলেজ অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আতিক উল্লাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ারুল কাদের, চিরিংগা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সাহারবিল ইউপি চেয়ারম্যান ও মাতামুহুরী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, উপজেলা এনজিও সমন্বয়ক মোহাম্মদ নোমান প্রমূখ।এ দিনটিকে ঘিরে অনুষ্টানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে আসা শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে সারা দেশের ন্যায় সরকার চকরিয়া উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছে। গ্রামীণ জনপদের প্রত্যন্ত অঞ্চলে দৃশ্যমান উন্নয়নের ছোয়া লেগেছে। রাস্তাঘাট, ব্রিজ, কালর্ভাট, স্কুল, কলেজ, মাদ্রাসা-মসজিদ, মন্দিরসহ প্রতিটি সেক্টরে উন্নয়ন সাধন করেছে সরকার। দেশ এখন নিম্ন মধ্য আয়ের দেশ থেকে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে পৌছে গেছে। তথ্যপ্রযুক্তিগত ভাবে সরকার এ দেশকে একটি আত্মনির্ভরশীল ও ডিজিটাল বাংলাদেশে রূপান্তিত করেছে। দেশের মানুষ সহসায় তাদের হাতের নাগালে সেবা পেয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের সফল রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নের ফলে দেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ছাত্র-ছাত্রীদের বিজয় ফুল তৈরী সহ কয়েকটি ক্যাটাগরিতে অংশগ্রহন করা বিজয়ীদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অতিথিরা।