এফ এম সুমন, পেকুয়া:
টেকসই উন্নয়ন স্বাস্থ্য সম্মত স্যানিটেশন এই প্রতিপাদ্যকে সামনে রেখে পেকুয়ায় নানান আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ২০১৮। ৩০ অক্টোবর মঙ্গলবার সকালে ব্র্যাক ওয়াশ কর্মসুচির সার্বিক সহযোগীতায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এই দিবস উদযাপন করা হয়। সকালে পেকুয়া উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে পেকুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন- পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুব উল করিম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ভুইঁয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছালামত উল্লাাহ, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী জয় প্রকাশ চাকমা, ব্র্যাক ওয়াশ কর্মসুচির পেকুয়ার সমন্বয়কারী হারুনর রশিদ, উজানটিয়া ইউপি চেয়ারম্যান এটিএম শহিদুল ইসলাম চৌধুরী, শিলখালী ইউপি চেয়ারম্যান নুরুল হোছাইন প্রমুখ।