সিবিএন:
কক্সবাজার বিমানবন্দর থেকে ১ হাজার ৯২৫ পিচ ইয়াবাসহ উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য খুরশিদা করিমকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ৪ টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।  গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি অাওয়ামীলীগ মনোনিত ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন

পুলিশ সূত্র জানায়, ওই নারীনেত্রী নভোএয়ারের সর্বশেষ ৪টা ১৫ মিনিটের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন। বিকেলে ৪টার দিকে বিমানবন্দরের যাত্রী ভবনে প্রবেশ করার সময় গেইটে তল্লাশিতে তার ভ্যানিটি ব্যাগে ইয়াবা ধরা পড়ে। পরে ভ্যানিটি ব্যাগ থেকে ১ হাজার ৯২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন খন্দকার জানান, বিমানবন্দরের গেইটে তল্লাশির সময় ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়। তিনি ইয়াবা নিয়ে বিমানে ঢাকায় যাচ্ছিলো। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।