পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে দিনমজুর পরিবারের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়েছে।

মঙ্গলবার (৩০অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা আব্দুবর পাড়া এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতরা হলেন, একই এলাকার মোঃ ইদ্রিসের ছেলে দিনমজুর জহির ইসলাম (৩০), তার স্ত্রী কাউচার বেগম ও তাদের দুই বছর বয়সী শিশু রিফাত হোসেন।

আহত জহির ইসলাম বলেন, আমি আমার পৈত্রিক ভিটেতে আলাদাভাবে ঘর তৈরি করে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসতেছি। কিন্তু সম্প্রতি এ বসতবাড়ি থেকে আমাকে উচ্ছেদ করতে উঠেপড়ে লাগে আমার ভাই মোঃ খোকন ও মোঃ জাহিদুল। বিভিন্ন সময় বসতবাড়ি ছেড়ে যেতে তারা আমাকে হুমকি দিত। সর্বশেষ আজ মঙ্গলবার দুপুরে তারা আমাকে জোরপূর্বক আমার বসতবাড়ি থেকে বের করে দেয়। পরে আমরা বাড়ীতে থাকা কাপড়চোপড় আনতে গেলে তারা আমার উপর হামলা চালায়। এসময় ধারালো ব্লেড দিয়ে আমার দুই বছর বয়সী শিশু রিফাত হোসেনকে জখম করে আমার ভাই জাহিদ। তাকে উদ্ধার করতে গেলে আমার বুকে ছুরি চালায় আমার অপর ভাই খোকন।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, হামলার বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।