মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় নিরাপদ সড়কের দাবিতে প্রাথমিক শিক্ষার্থীদের মানববন্ধন ও রাস্তা পারাপারে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সাতকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিক্ষকরা এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন উপস্থিত হয়ে শিক্ষার্থীদের রাস্তা পারাপার ও নিরাপদে রাস্তায় চলতে বিভিন্ন ধারনা দেন।

পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনাক্ষী দাশের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ রফিকুল হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উননবী খোকন।