বিনোদন ডেস্ক :

ব্রাইডাল শাওয়ারের প্রস্তুতিবলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের বিয়ে এ বছরের ডিসেম্বরে।
ইতোমধ্যে শুরু হয়ে গেছে বিয়ের অনুষ্ঠান। হবু কনের জন্য তার পরিবার ও বন্ধুরা মিলে রবিবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জমকালো ব্রাইডাল শাওয়ার আয়োজন করে। এটি মূলত বিয়ের আগে হবু কনের জন্য উপহার দেওয়ার পার্টি।

অনুষ্ঠানে হলিউড অভিনেত্রীদের মধ্যে ছিলেন অস্কার জয়ী লুপিটা এনইয়োঙ্গো ও কেলি রিপা। তাদের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। তার দুই বন্ধু মুবিনা র‌্যাটনসি ও আনজুলা আচারিয়া ব্রাইডাল শাওয়ার আয়োজন করেন। অতিথিদের মধ্যে আরও ছিলেন নিক জোনাসের বোন ড্যানিয়েল জোনাস ও তার মেয়ে অ্যালেনা।

ভেন্যুর বাইরে অপেক্ষমাণ পাপ্পারাজিদের কাছে পার্টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানের জন্য সাজগোজ করার সময় বন্ধুদের সঙ্গে তোলা একটি ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। এর ক্যাপশনে লেখা, ‘শহরে আমার মেয়েরা।’

কিছু দিন ধরে নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রিয়াঙ্কা ও নিক। তাদের একটি রেস্তোরাঁয় দেখা গেছে। এছাড়া দুজনে মঞ্চে সংগীতনির্ভর নাটক উপভোগ করেছেন। নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা রাখঢাক করেননি তারা।চলছে নানা প্রস্তুতিও

ডিসেম্বরে ভারতের রাজস্থানের মেহরানগড় কেল্লায় প্রিয়াঙ্কা ও নিকের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। গত জুলাইয়ে তাদের বাগদান হয় লন্ডনে। এরপর আগস্টে মুম্বাইয়ে প্রিয়াঙ্কার বাড়িতে ঐতিহ্য মেনে দুই পরিবার অংশ নিয়েছে রোকায়।