ডেস্ক নিউজ:
যানবাহন চলাচল শুরুআট দফা দাবি আদায়ে টানা ৪৮ ঘণ্টা শ্রমিক ধর্মঘট শেষ মঙ্গলবার ভোর ৬টা থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে গণপরিবহন ছেড়ে গেছে। এছাড়া দূরপাল্লার বাসগুলোও যাত্রী নিয়ে রওনা দিয়েছে। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সকালে থেকে গণপরিবহন চলাচল শুরু করায় স্বস্তিতে সাধারণ যাত্রীরা। তুরাগ পরিবহনের চালক আরাফাত হোসেন বলেন, ‘ফেডারেশন থেকে বলা হয়েছে আজ (মঙ্গলবার) সকাল থেকে বাস নিয়ে বের হওয়ার জন্য। আমরা বাস নিয়ে বের হয়েছি।’
যানবাহন চলাচল শুরুএ বিষয়ে ধর্মঘট আহ্বানকারী সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের নির্ধারিত ৪৮ ঘণ্টার কর্মবিরতি শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে সব যানবাহন চলাচল শুরু করেছে। শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। কোথাও কোনও সমস্যা হচ্ছে না।’
যানবাহন চলাচল শুরুমঙ্গলবার সকালে সায়েদাবাদ টার্মিনালে গিয়ে দেখা গেছে, একের পর এক পরিবহন যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে। মিডওয়ে পরিবহনের চালক ইলিয়াছ মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ধর্মঘট শেষ। এখন বাস নিয়ে বের হয়েছি।’
যানবাহন চলাচল শুরুএ টার্মিনালে বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম জানান, সকাল থেকে আন্তঃনগরসহ দূরপাল্লার সব পরিবহন চলাচল শুরু করেছে। শ্রমিকরা কাজে যোগদান করেছে।
একই কথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দফতর সম্পাদক সাম দানি খন্দকার। তিনি বলেন, ‘ধর্মঘটের নির্ধারিত সময় তো শেষ হয়েছে। এখন সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। পরিবহনও নামছে।’