• চকরিয়া প্রতিনিধি:
  • চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া (মাস্টারপাড়া) গ্রামের বাসিন্দা মরহুম হাজী সোনা মিয়া মেস্ত্রীর পুত্র রং মেস্ত্রী জালাল উদ্দিন মনু (৪৮) ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন। তিনি হার্ট রোগি ছিলেন। চিকিৎসা চলাকালীন সময়ে গত ১৫দিন পূর্বে ঢাকার উত্তরা আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে খাদ্যনালীতে তাহার ক্যান্সার রোগ ধরা পড়েছে। তাহার চিকিৎসায় অন্তত ৩লক্ষাধিক টাকার প্রয়োজন। বর্তমানে এত টাকা যোগার করা সম্ভব হচ্ছেনা। তাই জালাল উদ্দিন মনু মেস্ত্রীর চিকিৎসায় এলাকার ঢনাঢ্য ব্যক্তিদের কাছে সহায়তা দানের আহবান জানিয়েছেন চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড ভাঙ্গারমুখ এলাকার বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয় মুহসিন হল শাখা ছাত্রলীগের কর্মী ও কক্সবাজার জেলা স্টুডেন্টস ফোরামের সাংগঠনিক সম্পাদক আরফাতুল ইসলাম। সাহায্য পাঠানোর ঠিকানা: রোগির নিকটাত্বীয় মো: মহসিন, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: কক্সবাজার ব্রাঞ্চ, হিসাব নং ০১৩৯১২২০০০২৪২৫৯। অথবা মোবাইল নং ০১৮৩৮২৫০৭৬৭ (রোগির ছেলে-বিকাশ)।