প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার মডেল থানায় জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মো. আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীসহ ১৪৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি গায়েবী বলে জানিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না। একই সাথে মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পুলিশের দায়ের করা মামলাটি ‘সাজানো’ একটি গায়েবী মামলা। আওয়ামী লীগ সরকার জনগণের প্রতি আস্থাহীন হয়ে পড়েছে। তারা চলমান গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে ‘হাস্যকর’ ঘটনা দেখিয়ে ‘গায়েবী মামলা’র পথ বেছে নিয়েছে। এজাহারভুক্ত আসামীদের অধিকাংশ ঘটনাস্থলে থাকা তো দূরের কথা, তারা কক্সবাজারের বাইরে রয়েছে। রাশেদ মো. আলী অসুস্থ পিতার চিকিৎসা নিয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে ব্যস্ত। ৫নং আসামী লায়েক ইবনে ফাজেল কাতারে অবস্থান করছে অন্তত ৩ বছর। এতেই প্রমাণিত হয় মামলটি সম্পূর্ণ পরিকল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট। বিরোধী শক্তিকে দমনের জন্য এই গায়েবী মামলা দায়ের করা হয়েছে। নেতৃবৃন্দ এই গায়েবী মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলাটি প্রত্যাহারের জোর দাবি জানান।