সিবিএন:
কক্সবাজার বিমানবন্দর থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ জাফর সাদেক রাজু নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ অক্টোবর) বিকেলে তাকে এসব ইয়াবাসহ আটক করা হয়।

আটক রাজু শহরের মধ্যম বাহারছড়া এলাকার মৃত আব্দুর ছবুরের ছেলে ও চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, তথ্যে’র ভিত্তিতে বিমান্দরে তল্লাশীকালে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।