আবুল কাশেম, কুতুবদিয়া:
কুতুবদিয়া উপজেলায় এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় তিনটি পরীক্ষা কেন্দ্রের অধীন মোট ২৫৫৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হচ্ছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন নকলমুক্ত ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
জেএসসিতে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২৬৯ জন এবং ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ৬০৪ জন। কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিগারুন নাহার জানান, এ কেন্দ্রে ৫টি বিদ্যালয়ের মোট ১২৬৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪৩৩ জন,ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৯৯ জন, কবি জসীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২১৪ জন, আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের ১৫৩ জন ও কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের ৭০ জন পরীক্ষার্থী রয়েছে।
ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মোর্শেদুল আলম জানান, এ কেন্দ্রে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০৪ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯০ জন, লেমশীখালী হাই স্কুলের ১৩৩ জন, সতরুদ্দীন উচ্চ বিদ্যালয়ের ১৭৯ জন, উত্তরণ বিদ্যা নিকেতনের ১২১ জন এবং অষ্টম শ্রেণিতে উন্নীত পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮১ পরীক্ষার্থী রয়েছে।
অপর দিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিব মাও: নুরুল আলম জানান, এ কেন্দ্রে ৯টি মাদ্রাসার মোট ৬৮০ জন শিক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ১০৭ জন, ধূরুং ছমদিয়া আলিম মাদ্রাসার ৭১ জন, আল ফারুক দাখিল মাদ্রাসার ১১৭ জন, উত্তর ধূরুং গাউছিয়া দাখিল মাদ্রাসার ১২১ জন, কুতুবদিয়া জামেয়া নুরানিয়া বালিকা দাখিল মাদ্রাসার ৪৩ জন, ইমাম আবু হানিফা একাডেমি দাখিল মাদ্রাসার ৪৩ জন, কুতুব আউলিয়া দাখিল মাদ্রাসার ৫৬ জন ও আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসার ৫৮ জন সহ মোট ৬৮০ জন পরীক্ষার্থী রয়েছে। এবার জেডিসি পরীক্ষায় গতবারের চেয়ে প্রায় ৩০ জন পরীক্ষার্থী বেড়েছে বলে কেন্দ্র সচিব জানান।
এদিকে উপজেলা প্রশাসন ১ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য জেএসসি এবং জেডিসি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। পরীক্ষায় নকমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।