প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারে সোমবার অনুষ্ঠিত হয়েছে পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব। উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, বিতর্ক মানুষের বিবেক জাগ্রত করে। বিতর্কের দ্বন্ধে বিকশিত হয় সুন্দর ভবিষ্যত ।
যোগ দাও যুক্তির মেলায়-শিরোনামে উৎসবটি চলে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। উৎসবে অংশ নেয় ১৬টি স্কুল। সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া উৎসবের উদ্বোধন করেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী।
তিনি বলেন, বিতর্ক মানুষের বিবেক জাগ্রত করে। বিতর্কের দ্বন্ধে বিকশিত হয় সুন্দর ভবিষ্যত । তাই যুক্তি নির্ভর সমাজ প্রতিষ্টায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন, প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের প্রধান আব্দুল কুদ্দুস রানা। বক্তব্য দেন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, কক্সবাজার সরকারি কলেজের শিক্ষক মোহাম্মদ উল্লাহ, টিকে গ্রুপের আঞ্চলিক ব্যবস্থাপক আরিফুজ্জামান প্রমুখ।
# চ্যাম্পিয়ন প্রিপ্যার্যাটরী স্কুল :
বেলা ১১টায় শুরু হয় বিতর্ক। বিকালের ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয় কক্সবাজার পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয়। এই দলে আছে তৌছিফ উল্লাহ ( দলনেতা), ইমামুল হক ইমাম ও মিথিলা সেন।
রানারআপ হয়েছে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল। এই দলে আছে উমাইমা চৌধুরী, নাহিদুর রহমান শাকিল ও সৈরন্দ্রী পাল। সেরা বিতার্কিত নির্বাচিত হয়েছে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র খালেদ বিন রশিদ।
বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন, কক্সবাজার সরকারি কলেজের শিক্ষক মিঠুন চক্রবর্তী, মোহাম্মদ উল্লাহ, জাগরণ দে মিল্টন, কক্সবাজার কমার্স কলেজের শিক্ষক হাসনা হুরাইন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটির শিক্ষক তামান্না নওরীন আজম, ঈদগাঁহ ফরিদ আহমদ কলেজের শিক্ষক আপন চন্দ্র দে ও কক্সবাজার সিটি কলেজের শিক্ষক তৌহিদুর রহমান।
কুইজ বিজয়ী হয়েছে ছয় জন। তারা হলো-কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র খালেদ বিন রশিদ ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পাঁচ ছাত্রী তাসদিকা জান্নাত রিহাব, মারুফা মাফরিন মাহি, তাসনোভা শামীম ইরা, অদ্রিজা বড়ুয়া তুপা ও ফাতিমা তাসনিম জুমা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি ইব্রাহিম খলিল। শেষে বিজয়ীদের ক্রেস্ট, মেডেল, টি-শার্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।