নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়া ইসলামী আদর্শ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ৫ম তাফসীরুল কোরআন মাহফিল অনিবার্য কারণবশত স্থগিত করেছে কর্তৃপক্ষ।
রোববার (২৮অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন মাহফিল পরিচালনা কমিটির সভাপতি নুরুল আবছার ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
মাহফিল পরিচালনা কমিটির সভাপতি নুরুল আবছার বলেন, আগামী বৃহস্পতিবার (১নভেম্বর) এ মাহফিলের দিন তারিখ ধার্য ছিল। কিন্তু অনিবার্য কারণে পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা তা স্থাগিত করেছেন। খুব শীঘ্রই পরিচালনা কমিটি মাহফিলের নতুন তারিখ নির্ধারণ করবে।
সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও এ তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়। কিন্তু পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তা স্থগিত করা হয়েছে। যা ইতিমধ্যে আমন্ত্রিত অতিথিদের জানিয়ে দেয়া হয়েছে।