মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া:

৮ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘন্টার কর্মবিরতি পালনের অংশ হিসেবে পেকুয়া ও কুতুবদিয়া উপজেলায় পরিবহন শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি চলছে। রবিবার (২৮ অক্টোবর) সকাল ৬ টা থেকে পেকুয়া কুতুবদিয়া উপজেলার প্রধান সড়ক মগনামা-বানিয়ারছাড়া-একতা বাজার সড়ক ও কুতুবদিয়ার আজম সড়ক, আলী আকবর ডেইল সড়ক, লেমশীখালী, দরবার সড়কে যাত্রীবাহি জীপ, সিএনজি, বাস, টেম্পো, টেক্সী, মাহিন্দ্র চলাচল বন্ধ রয়েছে। ফলে সাধারণ যাত্রী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েছে।

কুতুবদিয়া জীপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক সিকদার জানান, সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত হিসেবে তারা রবিবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন। কেন্দ্রীয় নির্দেশ না পাওয়া পর্যন্ত ৪৮ ঘন্টার কর্মবিরতি পালন করবেন।

এদিকে পেকুয়া উপজেলায় পরিবহন ধর্মঘট চলাকালে রবিবার সকালে মগনামা-বানিয়ারছাড়া সড়কের মগনামা বাইন্যা ঘোনা কাটাফাড়ী ব্রীজে শ্রমিক পেিরচয়ে কিছু দূর্বূত্ত বেশ কয়েকটি অটোরিক্সা ভাংচুর করেছে। পেকুয়ার বিভিন্ন সড়কে পুলিশ টহল দিচ্ছে।

পেকুয়া থানার ওসি (তদন্ত) মো: মিজানুর রহমান জানান, পরিবহন ধর্মঘটের নামে যাতে কেউ সড়কে অরাজকতা সৃষ্টি করতে না পাওে সে জন্য সকাল থেকেই তার নেতৃত্বে পেকুয়া থানা পুলিশ সড়কে টহল জোরদার করেছে।