আবুল কালাম ,চট্টগ্রাম:
সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটের কারণে সারাদেশের মতো চট্টগ্রামেও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
রোববার (২৮ অক্টোবর) সকাল থেকে নগরীর হালিশহর,এ কে খাম মোড নয়া বাজারসহ কোথাও সিটি বাস চলাচল করছে না।
ফলে নগরবাসীকে নির্ভর করতে হচ্ছে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার ওপর। বাস না পেয়ে অফিসগামী যাত্রী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন এলাকার মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ।
এ ক খান মোড, নয়াবাজার,বড়পোল সহ নগরের বিভিন্ন মোড়ে গিয়ে দেখা যায়, পরিবহন শ্রমিকরা অন্য যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন। অটোরিকশাতে নেয়া হচ্ছে অত্যধিক ভাড়া।
সরকারি ব্যাংক কর্মকর্তা আকবর হোসাইন বাংলানিউজকে বলেন, পরিবহন আটকে রেখে এটা কোনো আন্দোলন হতে পারে না। এ কে খান মোড়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাইনি। কিছু সিএনজি অটোরিকশা চললেও কিছুদূর যাওয়ার পর তাদের থেকেও চাবি কেড়ে নেয়া হচ্ছে।
মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৮ দফা : সড়ক দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করা, শ্রমিকদের অর্থদণ্ড ৫ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান, সড়ক দুর্ঘটনার জটিলতর মামলার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা, ড্রাইভিং লাইসেন্সের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির স্থলে পঞ্চম শ্রেণি করা, কাগজপত্র চেকিং এর নামে সড়কে পুলিশের অহেতুক হয়রানি বন্ধ করা, ওয়েট স্কেলে জরিমানার পরিমাণ কমানো ও কারাদণ্ডের বিধান বাতিল প্রভৃতি।