প্রেস বিজ্ঞপ্তি:
আট মহল্লা সমাজ কমিটির তৃতীয় মাসিক সাধারণ সভা ২৬ অক্টোবর রাতে শহরের এন্ডারসন রোডস্থ উন্নয়ন ইন্টারন্যাশনাল কার্যালয় প্রাঙ্গণে কার্যকরি পরিষদের অন্যতম সদস্য একেএম মাহ্ফুজ উল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন মজিদ থেকে তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হওয়া সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ এবং অক্টোবর মাসে সম্পাদিত কর্মকান্ডের বর্ণনা দেন সাধারণ সম্পাদক হাজী আলী হোসেন বাবুল।
সম্প্রতি কমিটিভূক্ত এলাকার প্রফেসর জিএম সলিমুল্লাহ্, বাবু পরিমল শর্মা, দিলরূবা (দিলু) ও আদিজা চারজন মৃত্যুবরণ করেন। তাঁদের আতœার শান্তির লক্ষ্যে অর্থ সম্পাদক আমিনুল ইসলাম হাসান অদ্যকার সভায় শোক প্রস্তাব উত্থাপন করেন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, রক্তদান, সামাজিক অনুষ্ঠানে সহযোগিতা, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। উপকমিটির প্রধানগণ হলেন সর্বজনাব মাহবুবুল আলম, সাইফুল্লাহ্ সোহেল, রাকিবুল হক, সাইফুল ইসলাম আদর ও মিঠু শর্মা।
সভায় বক্তব্য রাখেন সর্বজনাব নজিবুল হক বাচ্চু, অধ্যক্ষ মোহাম্মদ আমিন, অধ্যাপক শহিদুল্লাহ্, অধ্যাপক চন্দন শর্মা, জামাল হোসেন মনু, কলিমুল্লাহ্, পিয়ারু, মাহবুবুল আলম, অং ছিন, শংকর শর্মা, আবু সৈয়দ প্রমুখ। সভাপতি তাঁর বক্তব্যে এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা, আইন-শৃঙ্খলা বজায় রাখা ও অধিবাসীগণের জান-মালের নিরাপত্তা বিধানে সকলকে স্বীয় অবস্থান থেকে ভূমিকা পালন করার আহ্বান জানান।
পরিশেষে প্রয়াত প্রফেসর জিএম সলিমুল্লাহ্সহ সবার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন এআরসি টাওয়ার মসজিদের ইমাম মাওলানা সাইফুল আলম।
আট মহল্লা সমাজ কমিটির তৃতীয় মাসিক সাধারণ সভা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে