সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ অক্টোবর শহরের লাবনী পয়েন্টের কয়লা রেস্টুরেন্টে বেক্সিমকো ফার্মাসিউটিকেল লিমিটেড এর সহযোগিতায় সভায় সভাপতিত্ব করনে জেলা বিডিএমএর সভাপতি ডাঃ প্রণব বিকাশ চৌধুরী।
সাধারণ সম্পাদক ডাঃ নুরুল আবচার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক ডাঃ জাকির হোসেন বাদল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাঃ আ.ন.ম তাহেরুল ইসলাম, ডাঃ মোঃ কামাল হোছাইন, ডাঃ একেএম ইদ্রিচ, ডাঃ শাহাবুদ্দিন আহামদ ডাঃ আবদুল মান্নান।
সাংগঠনিক বক্তব্য রাখেন- ডাঃ মুবিনুল হক, ডাঃ মনজুর আলম আজাদ, ডাঃআশেক এলাহী, ডাঃ মোঃ আমান উল্লাহ, ডাঃ ইয়াকুব আলী, বিডিএমএ বান্দরবান জেলার সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম, গাজিপুর জেলার সিনিয়র সহ-সভাপতি ডাঃ রব্বানি প্রমুখ।
পরে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জেলা কমিটির কমিটি গঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ডাঃ অনিল কুমার বড়ুয়া। নির্বাচন কমিশনার ছিলেন ডাঃ আবদুস সালাম (উখিয়া) ও ডাঃ আবদুস সালাম (মহেশখালী)। নির্বাচন কমিশনকে সহেযাগিতা করেন বিশেষ অতিথিবন্দ।
পরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।
সভাপতি ডাঃ প্রবণ বিকাশ চৌধুরী, সিনিয়র সভাপতি ডাঃ মোঃ মুবিনুল হক, সহসভাপতি যথাক্রমে ডাঃ মোঃ মনজুর আলম আজাদ, ডাঃআশেক এলাহী, ডাঃ মোঃআলমগীর, সাধারণ সম্পাদক ডাঃ নুরুল আবচার, যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ মোঃইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ আমান উল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ আহসান উদ্দিন রুবেল, অর্থ সম্পাদক ডাঃ কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক ডাঃ রনি পাল, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক ডাঃ রবীন্দ্র শর্মা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ডাঃ আরমান উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাঃ মিরাসুল আলম কাদেরী, তথ্য ও গবেষনা সম্পাদক ডাঃ মোঃ আলফাজ উদ্দিন, মহিলা সম্পাদিকা ডাঃ নাজনিন আক্তার চৌধুরী, কার্যনিবার্হী সদস্য ডাঃ ইসকান্দর মির্জা, ডাঃ মোঃ নুরুল হামিদ, ডাঃ মোঃ নাজিম উদ্দিন, ডাঃ মাহমুদুল হাসান, ডাঃ মোঃআইয়ুব আলী।