মোস্তফা কামালঃ
বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ এবার বাংলাদেশের কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে।
এই মানবের নাম মোঃ সিকান্দর। এই ব্যক্তির বর্তমান বয়স ১৫২ বছর। তিনি ১৮৬৬ সালে বর্তমান চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা- মৃত মোঃ হারু, মাতা- মৃত ছোরত জামাল। তারা ওই এলাকার স্থায়ী বাসিন্দা। মোঃ সিকান্দর এখনো তার জন্মভুমি খুটাখালী গ্রামের বাড়িতে জীবদ্দশায় রয়েছেন। তিনি এখন আর চোখে দেখেন না। তবে কানে সবকিছু শুনেন। মনে রেখেছেন, জীবনের সব ইতিহাস। খুটাখালীর ৯০/৯৫ বছর বয়সের অন্য ব্যাক্তিদের দাবী এই সিকান্দরকে তারা এখন থেকে ৫০/৬০ বছর পূর্বেও এরকম বুড়ো অবস্থায় দেখেছেন। এই দীর্ঘ বয়স্ক মানব মোঃ সিকান্দরের সন্তানদের দাবী তাদের বাবার বয়স ১৫২ বছরের বেশি হবেন। তবে গত ২০০৮ সালে ভোটার তালিকা তৈরি কালে তার জাতীয় পরিচয়পত্রে ভুল বসত তার জন্ম সাল ১৯১৮ লিপিবদ্ধ করা হয়। দীর্ঘ বয়স প্রাপ্ত মোঃ সিকান্দরের কাছে তার বয়স কত বছর হবে তা জানতে চাইলে, তিনি এই প্রতিবেদককে বলেন, বর্তমানে তার বয়স ২০০ বছরের কাছাকাছি হবেন বলে দাবী করেন। এতে বলা যায় গিনেস বুকে তার নাম না থাকলেও তিনিই হবেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ মানুষ। খোঁজ নিয়ে জানা যায়, মোঃ সিকান্দর ১ম ও ২য় স্ত্রী থেকে সন্তান না পাওয়ায় বিবাহের অন্তত ২০ বছর পর আলমাছ খাতুন নামে এক নারীকে ৩য় বিবাহ করেন। সিকান্দরের ৩য় স্ত্রী আলমাছ খাতুন প্রায় ১০০ বছর প্রাপ্ত হয়ে বয়সের ভারে তিনি গত দুই/এক বছর পূর্বে মারা যান। তাদের সংসারে ৩ মেয়ে ৫ ছেলেসহ মোট ৮ সন্তানের জন্ম হয়। এতে তাদের বড় মেয়ে আয়েশা খাতুনের বর্তমান বয়স ৮০ বছর। সেই হিসেবে সিকান্দরের বর্তমান বয়স ১৫০ বছরের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে স্থানীয় সচেতন মহলের মতে, সিকান্দরের বয়স কত হবে যেহেতু নিশ্চিত করা যাচ্ছেনা-সেহেতু তার DNA পরীক্ষা করলে জানা যাবে তার আসল বয়স। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, গিনেস বুকের সর্বশেষ তালিকায় বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে জাপানের ১১৭ বছর বয়সি নাবি তাজিমার নাম রয়েছে। তাই যদি হয় এই সিকান্দরই হবে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানব।