এম. বশির উল্লাহ,মহেশখালী:
মাতারবাড়ীতে বহুল আলোচিত ফরহাদের আখড়ায় শনিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় পুলিশ অভিযান চালিয়ে এক ডাকাতকে গ্রেফতার করেছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে পুলিশ বাংলাবাজার এলাকার বাসিন্দা আইয়ুব খানের পুত্র কয়লা বিদ্যুৎ প্রকল্পের একটি কোম্পানির সহ পরিচালক ফরহাদের আখড়ায় অভিযান চালায়। স্থানীয়রা বাড়িটি ঘিরে রাখার পর পুলিশকে খবর দিলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত ওসি সফিকুর রহমানের নেতৃত্বে মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এসআই আমিনুর রহমানসহ একদল পুলিশ শীর্ষ সন্ত্রাসী হেলালকে গ্রেফতার করে।
তাকে আটক করার সাথে সাথে মাতারবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি কাশেম ও কুদ্দুছের নেতৃত্বে এলাকার কয়েক শত যুবক পুলিশকে ধন্যবাদ জানিয়ে একটি স্বাগত মিছিল বের করে পুরান বাজারের অলি-গলি প্রদক্ষিণ করেন। মিছিলকারীরা ধৃত হেলালের শাস্তির দাবি জানান। মহেশখালী থানার ভারপ্রাপ্ত ওসি শফিকুর রহমান চৌধুরী আটকের ঘটনা নিশ্চিত করেন।