সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার আইডিয়াল মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, জেডিসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ অক্টোবর) সকালে শহরের রুমালিয়ারছড়াস্থ মাদরাসা ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়।
আল্লামা আবদুল হাই (রহ.) স্মৃতি সংসদের সভাপতি মাস্টার মোহাম্মদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক ও দৈনিক হিমছড়ি পত্রিকার সম্পাদক হাসানুর রশীদ।
তিনি বলেন, কিছু বিদায় স্মৃতি ও আনন্দের। আর কিছু বিদায় বেদনার। শিক্ষা জীবনের গণ্ডি আরো বিস্তৃত ও সমৃদ্ধ করার বিদায়ে দুঃখ পাওয়ার কিছুই নাই। স্বপ্ন বিনির্মাণে সামনে এগিয়ে যেতে হবে। জীবনকে সফল করতে সর্বক্ষেত্রে নীতিনৈতিকতার পথে অটল থাকার আহবান জানান হাসানুর রশীদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ আলেম মাওলানা আব্দুল গফুর, স্থানীয় প্রবীন মুরব্বি ও মাদরাসার পরিচালক মাওলানা শফিক আহমদ, কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মুফতি মাওলানা হাবিবুল্লাহ, সোহেল মুহাম্মদ মহসিন, মাওলানা আহমদ কবীর, অভিভাবক ফখরুল হক চৌধুরী।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মু. মুজহেরুল ইসলাম মাসুম। বক্তব্য রাখেন মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসা সভাপতি আব্দুল মালেক।
শিক্ষক সাইফুল ইসলাম ও দেলোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে কৃতি ও বিদায়ী শিক্ষার্থীদের মাদরাসার পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয়।
বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দেন মাদরাসায় অধ্যয়নরত শিক্ষার্থীরা।
সবশেষে মাদরাসার উত্তরোত্তর সমৃদ্ধি ও জেডিসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল গফুর।
কক্সবাজার আইডিয়াল মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে