সিবিএন:
মহেশখালীর পাহাড়ের একটি বাংলা মদের কারখানা পুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে ওই মদের কারখানা থেকে প্রায় ৫ হাজার লিটার বাংলা মদ ধংস করেছে।
শুক্রবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপজেলার শাপলাপুরের একটি গহীন পাহাড়ে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মহেশখালী থানার অপারেশন অফিসার মঞ্জুর জানান, এলাকার উত্তেজিত লোকজন মদের কারখানা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫ হাজার লিটার মদ ধংস করে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত ওসি শফিকুল আলম চৌধুরীর অভিযানের সত্যতা নিশ্চিত করেন।