আবদুল মজিদ, চকরিয়া:
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন আহামদ সি.আই.পি বলেছেন- আমরা কে কতো বড় শক্তিশালী, কে কতো বড় নেতা তা না-ভেবে, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী পদে বসাতে নিজের স্বার্থকে ভুলে গিয়ে উন্নয়নের বার্তা নিয়ে জনগণের কাছে ছুটে যেতে হবে। কারণ মাত্র ১০ বছরেরও কম সময়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে উচ্চতায় নিয়ে গেছেন, আমাদের প্রতিপক্ষ শক্তি যদি আবার ক্ষমতায় আসে, তাহলে তারা দেশকে আবার সে পরিমাণ পিছিয়ে নিয়ে যাবে।
তিনি ২০ অক্টোবর কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনে আওয়ামীলীগের উন্নয়ন প্রচার পরিষদের উদ্যোগে হোটেল ইনানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সংগঠনের আহ্বায়ক ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আমজাদ হোসেন এ সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খালেদ মোহাম্মদ মিথুন, সদস্য এ.টি.এম. জিয়াউদ্দিন চৌধুরী, চকরিয়া পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ এ.কে.এম. গিয়াস উদ্দিন, জেলা আওয়ামীলীগ সদস্য মিজানুর রহমান, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি জোবায়ের আহামদ বি-এস.সি, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা বরকত আলী মুহাম্মদ আতাউর রহমান, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শহিদ উল্লাহ্, কাজীউল ইনসান, উপজেলা আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, মাষ্টার হানিফ চৌধুরী, এম. কামাল এ.এ. সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস চৌধুরী, নজরুল ইসলাম সিকদার বাবুল, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগ নেতা এরফান উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি মাষ্টার মোহাম্মদ আলী, চকরিয়া উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি জাফর আলম সিকদার, বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন বুলবুল, আওয়ামীলীগ নেতা সেলিম উল্লাহ্্ বাহাদুর, হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাষ্টার শফিউল ইসলাম, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহ্নেওয়াজ, আওয়ামীলীগ নেতা দারুচ্ছালাম মোঃ রফিক ও ইকবাল দরবেশী। তাছাড়া মাতামুহুরী কৃষকলীগ নেতা নুরুল আমীন ছোট, আতিকুর রহমান, চকরিয়া উপজেলা যুবলীগ নেতা আব্দুল আলম, চকরিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্বীত হোসেন সজীব, মাতামুহুরী ছাত্রলীগ নেতা আরমান ও মীর মোশাররফ হোসেন সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে ব্যক্তি স্বার্থ জলাঞ্জলী দিতে হবে
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।