এম আবুহেনা সাগর, ঈদগাঁও

কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, যৌতুক,বাল্য বিবাহ ও ইভটিজিংরোধে আইন শৃংখলা বিষয়ক কমিউনিটি পুলিশিং ও অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) বিকেলে প্রিন্স অব ঈদগাহ কমিউনিটি সেন্টারে কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এড.সৈয়দ মো:রেজাউর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেম্বার আবদুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্টিত হয়।
এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন – কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর সার্কেল মোহাম্মদ আদিবুল ইসলাম, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা ফরিদ উদ্দিন খন্দকার,ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কায়েস আখন্দ।
আরো বক্তব্য রাখেন- কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব, সদর আওয়ামী লীগের উপদেষ্টা মাষ্টার নুরুল আজিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, সাবেক জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হুমু, সদর যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাহ পৌরসভা আন্দোলন বাস্তবায়ন সভাপতি কাফি আনোয়ার।
উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম, ইসলামাবাদ চেয়ারম্যান নুর ছিদ্দিক, পোকখালী চেয়ারম্যান রফিক আহমদ, জালালাবাদ আওয়ামী লীগ সভাপতি সেলিম মোশেদ ফরাজী, ঈদগাঁও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তারেক আজিজ, পোকখালী আওয়ামী লীগ সভাপতি মোজাহের আহমদ, ভারুয়াখালী আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের আহবায়ক সিরাজুল হক, সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী,শিক্ষক এস এম তারেকুল হাসান তারেক,নুরুল আমিন হেলালী,ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর,বর্তমান সভাপতি শাহিদ মোস্তফা শাহিদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক মফিজ,সদস্য শফিউল আলম, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ফিরোজ উদ্দিন খোকা, সহ সম্পাদক ইরফানুল করিম,জেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন শাওন,ঈদগাঁও ইউনিয়ন কাজী নুরুল আলম,ঈদগাঁও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মিজানুল হক, সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক লোকজন। পরে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন সকলকে সাথে নিয়ে প্রস্তাবিত থানার জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শন করেন।