নিজস্ব প্রতিবেদক:
ভারীবর্ষণ উপেক্ষা করে শুক্রবার (১২ অক্টোবর) কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো প্রথম আলো ফিজিকস অলিম্পিয়াড। ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্টপোষকতায় অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে অংশ নেয় জেলার ৮টি উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ৫১৭ জন শিক্ষার্থী।
সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী ও প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা ।
কউক চেয়ারম্যান ফোরকান আহমেদ শিক্ষার্থীদের নতুন কিছু আবিস্কারের প্রতি মনোনিবেশ এবং মুখস্তবিদ্যা ও মাদক থেকে দুরে থাকার অনুরোধ করেন।
অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী কক্সবাজারে বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনকহারে কমে যাওয়ায় গভীরউদ্বেগ প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্টান শেষে তিনটি ক্যাটাগরীতে ৫১৭ জন শিক্ষার্থী দেড় ঘন্টার লিখিত পরীক্ষায় অংশ নেয়। দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্টিত হয় প্রথম আলো বন্ধুসভার পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্টান ও প্রশ্নোত্তর পর্ব। জুমার নামাজের বিরতির পর শুরু হয় আলোচনাসভা। এতে বক্তব্য দেন, কক্সবাজার সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ পার্থ সারথী সোম, চট্টগ্রামের লোহাগড়া মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার মো. জিললুর রহমান, ফিজিকস অলিম্পিয়াড আঞ্চলিক সমন্বয়ক ও কক্সবাজার সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মফিদুল আলম। সঞ্চালনায় ছিলেন বন্ধুসভার সভাপতি ইব্রাহিম খলিল। পরে জাতীয় পর্যায়ের জন্য বিজয়ী ৬০ খুদে পদার্থবিদকে ম্যাডেল ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
# বিজয়ীরা হলো :
জুরিয়র ক্যাটাগরী ২০ জন : চকরিয়া অনুশীলন একাডেমীর শিক্ষার্থী আওলাদ হোসেন, মো. মোস্তাকিন আলিফ, নাফিজ আলম সায়েদ, আবদুল্লাহ আল নোমান, মো. আবদুল্লাহ রিসাত, জুহাইর আঞ্জুম, কক্সবাজার বায়তুশশরফ জব্বারিয়া একাডেমীর তানজিমুল আলম সামিন, আবদুল্লাহ আবির, সায়িকা মুনতাহিন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তানতিলা আকতার, সাউদা তাজরীওমামা, চকরিয়া গ্রামারস্কুলের তাজুয়ার হোসেন ইশমাম, মো. সাখাওয়াত হোসেন, মারজুক হায়দার, তামিম আহমেদ, ইমতিয়াজুল হক তাজিল, মো. তামিম আনোয়ার, হামিম মশরফ, ঈমাম খসরু মো. আলবারম ও কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ফায়সাল আলম।
# সেকেন্ডারী ক্যাটাগরী-৩০ জন :
কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার ইয়াহিয়া হাসনাত, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নাদিয়া নুর তাসফিয়া, আমজিল সিদ্দিকা, নুসাইবা ইফফাদ, প্রিয়া দাশ, অজান্তা সেন, রামু বাঁকখালী উচ্চবিদ্যালয়ের অভিজিত বড়ুয়া, মো. রুবেল, স্বজন বড়ুয়া, ফোয়াদ আল মাহদী, ঈদগাহ আদর্শ শিক্ষানিকেনের রাফাত সালাম লাবিব, সাইফুদ্দিন রাজু, রাশেদুল ইসলাম, মো. ইফতেহাদুল ইসলাম ইফতি, তৌহিদুল ইসলাম বকুল, নেওয়াজ শরীফ, ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চবিদ্যালয়ের তায়েফ আরমান, চকরিয়া গ্রামার স্কুলের মো. আমরাজ চৌধুরী, জুয়েল শীল, হামিমুল ইসলাম, আবু সায়েম মো. ফাহিম, সুমাইয়া তারান্নুম মাহি, আবদুর রহিম, আবিদুর রশিদ আবিদ, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের মেহেনুল হক ইফরান, মো. নায়েমুল ইসলাম চৌধুরী, মো. সায়েদ আল সাহাব, সিফাত আল প্রিনন ও বায়তুশশরফ জব্বারিয়া একাডেমীর দেলোয়ার হোসেন, মোহাম্মদুল হামিম।
# হায়ার সেকেন্ডারী ১০ জন : কক্সবাজার সরকারি কলেজের সাবিত হাসনাত মাহি, মিনহাজুল আবেদীন সাকিব, সুশান্ত ধর রাজ, সাদিউল আরেফিন রাফি, ইরফানুল করিম জিহাদ, নাজিয়া তাবাচ্ছুম, সাফওয়াত হক ইমন, কাসরিন সুলতানা, মুনতাহিনা নৌরিন সোমা ও সরকারি হাজি মুহাম্মদ মুহসিন কলেজের আগাস্টদ্বীপ নিলয়।
জাতীয় পর্যায়ে বিজয়ীরা অষ্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ২০তম আর্ন্তজাতিক ফিজিক্স অলিম্পিয়াড এবং ৫ জন প্রতিযোগী জর্ডানে অনুষ্ঠিতব্য ৫০তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশ নেবে।
ঢাকায় যাচ্ছে কক্সবাজারের ৬০ খুদে পদার্থবিদ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।