বার্তা পরিবেশক :
কক্সবাজার সাহিত্য একাডেমীর অর্থ সম্পাদক কবি মোহাম্মদ আমিরুদ্দীন ও বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদের পিতা বৃহত্তর ঈদগাঁও এলাকার পাহাশিয়াখালী গ্রামের কৃতিসন্তান কক্সবাজার বনবিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জনাব মুক্তার আহমদ আজ ১৯ সেপ্টেম্বর ২০১৮ বিকাল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজীউন। আল্লাহ্ তার ভাল আমলগুলো কবুল করুন। আমিন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থানে কবুল করুন। আমিন।
মুক্তার আহমদের মৃত্যুতে কক্সবাজার সাহিত্য একাডেমী পরিবার শোক প্রকাশ করছে। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, একাডেমীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম, সহ-সভাপতি কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছড়াকার মো. নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল, সহকারী সাধারণ সম্পাদক কক্সবাজার মডেল হাইস্কুলের শিক্ষক ছড়াকার জহির ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কবি শামীম আকতার, প্রচার ও অফিস সম্পাদক আজাদ মনসুর, নির্বাহী সদস্য যথাক্রমে কক্সবাজার সরকারি বাািলকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গল্পকার সোহেল ইকবাল, ছড়াকার নূরুল আলম হেলালী, কবি মিজান সিকদার, নাইক্ষ্যংছড়ি হাজী আবুল কালাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হাসান আহমদ সোবহানী ও আবৃত্তিকার কল্লোল দে চৌধুরী।
এছাড়াও একাডেমীর স্থায়ী পরিষদের চেয়ারম্যান কবি সুলতান আহমেদ, সদস্য গবেষক নূরুল আজিজ চৌধুরী, ছড়াকার ধনীরাম বড়–য়া, মীর্জা মনোয়ার হাসান, ইসলামী গবেষক আহমাদুল্লাহ, কবি হাসিনা চৌধুরী লিলি, কবি অধ্যাপক দিলওয়ার চৌধুরী, কবি আদিল চৌধুরী ও কবি খালেদ মাহবুব মোর্শেদ প্রমুখ।
বিবৃতিতে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
একাডেমীর ৪৩০তম সাহিত্য সভা ২১ সেপ্টেম্বর’১৮
কক্সবাজার সাহিত্য একাডেমীর ৪৩০তম সাহিত্য সভা আগামী ২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার বিকাল ৪টায় একাডেমীর এন্ডারসন রোডস্থ অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত হবে। সভায় একাডেমীর নির্বাহী সদস্য, নাইক্ষ্যংছড়ি হাজী আবুল কালাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক কবি হাসান আহমদ সোবহানীর স্বরচিত কবিতা নিয়ে আলোচনা করা হবে।
অনুষ্ঠানে একাডেমীর সংশ্লিষ্ট সকলসহ জেলার কবি-সাহিত্যিক, সাহিত্যামোদি, সাহিত্যানুরাগী, চিন্তাশীল গবেষক, বুদ্ধিজীবীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য একাডেমীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল অনুরোধ জানিয়েছেন।