পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় আব্দুল মাবুদ নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা লুট করেছে তারই আপন ছোটভাই।
মঙ্গলবার (১৮সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মিয়াঁ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় ব্যবসায়ী মাবুদকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত আব্দুল মাবুদ একই এলাকার নুরুল ইসলামের ছেলে ও রাজাখালী ইউনিয়নের আরব শাহ বাজারের ব্যবসায়ী।
চিকিৎসাধীন অবস্থায় আহত ব্যবসায়ী আব্দুল মাবুদ সাংবাদিকদের জানায়, মঙ্গল রাতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে তিনি বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে মিয়াঁ পাড়া এলাকার পৌঁছালে আপন সহোদর আব্দুল জলিল ও অজ্ঞাত এক দুর্বৃত্ত তার পথরোধ করে। এসময় দুর্বৃত্তরা তার ব্যবসার কাজে ব্যবহৃত নগদ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এতে বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে নগদ ৮০হাজার টাকা লুটে নেয় দুর্বৃত্তরা।
এব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের আটকে অভিযান চালানো হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।