আবদুল মজিদ, চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে চকরিয়া উপজেলার বরইতলী গরুবাজার ও পেকুয়া নতুন রাস্তার মাথা এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন ছাত্র, বাজার কমিটি ও শ্রমিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্থানীয়রা মহাসড়ক জুড়ে বিশাল আয়তনের মানববন্ধন করেছে।
বক্তারা বলেন, সড়কের পাশ্ববর্তী উত্তর বরইতলী মাধ্যমিক বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়, রহিম উল্লাহ এতিমখানা, হেফজখানা, মাদরাসা, কেন্দ্রীয় জামে মসজিদ ও পেকুয়া রোডের নতুন রাস্তার মোড়, ইনানী রিসোর্ট মোড়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।
মানববন্ধনে গুরুবাজার ও নতুন রাস্তার মাথায় স্পীড ব্রেকার, জেব্রা ক্রসিং দেওয়ার দাবী করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্যয, গত ১১ ও ১২ সেপ্টেম্বর পৃথক ২টি সড়ক দূর্ঘটনায় ১১ জন যাত্রী ও পথচারী নিহত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।