সিবিএন:
টেকনাফ থেকে একলাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত এসব ইয়াবার মূল্য তিন কোটি টাকা। সোমবার ভোরে টেকনাফের মুণ্ডার ডেইল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, সোমবার ভোরে টেকনাফের মুণ্ডার ডেইল এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সাবরাং সীমান্ত চৌকির নায়েব সুবেদার মো. লাল মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকার অবস্থান নেয়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া পলিথিনের ভেতর থেকে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী বলেন, তিন কোটি টাকা মূল্যের একলাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক সম্ভব হয়নি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।