মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারে নতুন পুলিশ সুপার হিসাবে নিয়োগ পাওয়া এবিএম মাসুদ হোসাইন তাঁর বিদায়ী বর্তমান কর্মস্থল ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) হিসাবে ১৫ সেপ্টেম্বর শনিবার সর্বশেষ কর্মদিবস সমাপ্ত করে দায়িত্ব হস্তান্তর করেছেন। তিনি শীঘ্রই তাঁর নতুন কর্মস্থল কক্সবাজারে পুলিশ সুপার হিসাবে যোগ দেবেন বলে দায়িত্বশীল সুত্র জানিয়েছেন। পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইনকে তাঁর বিদায়ী কর্মস্থল ডিএমপি’তে শনিবার আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। ডিএমপি কমিশনার মোঃ আসাদুজ্জামান মিয়া (বিপিএম-বার, পিপিএম) ক্রেষ্ট প্রদান করে এবিএম মাসুদ হোসাইনকে বিশেষভাবে সম্বর্ধিত করেন। বিদায়লগ্নে তিনি ডিএমপি’তে দায়িত্বপালনকালে আন্তরিক সহযোগিতার জন্য ডিএমপি কমিশনার সহ সকল সিনিয়র পুলিশ অফিসারের নিকট কৃতজ্ঞতা জানান।
২৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের মেধাবী ও চৌকস এবিএম মাসুদ হোসাইন পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে টিআর পদে কর্মরত থাকাবস্থায় গত ২০১৭ সালের ১৪ ডিসেম্বর পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন। ২০১৮ সালের ১১ মার্চ ডিএমপি’র উপ পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) হিসাবে নিয়োগ পান। ডিএমপি’তে দায়িত্বপালনককালে তিনি পুলিশ ফোর্স সেলুন, পুলিশ মেস আধুনিকায়ন সহ বিভিন্ন উল্লেখযোগ্য কার্যক্রম অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেন। এবিএম মাসুদ হোসাইন ও জেনিফার মাসুদ’র দাম্পত্যজীবনে ঈসা ও মুসা নামক ২ জমজ পুত্র সন্তানের পিতা – মাতা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।