বেলাল আজাদ, আদালত প্রতিবেদক :
পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে গত ১০ সেপ্টেম্বর রাতের আধাঁরে দৈনিক আমাদের কক্সবাজার-এর ইনানী প্রতিনিধি এবং উখিয়া উপজেলা প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলমের নিজ এলাকা উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সমূদ্র উপকূলীয় বিশ্বখ্যাত পর্যটন এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্টানে হামলা করে অঙ্গহানী ও হাঁড়ভাঙ্গা জখম এবং ছিনতাই করার ঘটনায় জড়িত ৭ জনের বিরুদ্ধে অবশেষে উখিয়া থানায় মামলা রুজু হয়েছে। একজন তরুণ সংবাদকর্মীর উপর নির্মম ও নিন্দনীয় হামলার আলোচিত ঘটনায় রুজুকৃত: জি.আর-৩৩৫/২০১৮; উখিয়া থানার মামলা নং-২৩,তাং-১৪/০৯/২০১৮ইং ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩৮০/৪২৭/৫০৬ দন্ডবিধি মামলায় আসামী করা হয়েছে, স্থানীয় ইনানী এলাকার মৃত ছৈয়দ কাশেমের ছেলে যথাক্রমে- হেলাল উদ্দীন (৩৫), মোঃ কায়সার (২৬), মোঃ জাহেদ (২৮), মাহবুবুল আলমের ছেলে মোঃ তারেক (১৯), ইউসুফ জালালের ছেলে মোজাম্মেল হক (২৩), মৃত ছালামত উল্লাহর ছেলে আমিন উল্লাহ (৩৫) ও মৃত বদি আলমের ছেলে কবির আহমদ (৩৩) সহ আরও অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে। এদিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসীন মামলার বাদী ও ভিকটিম সংবাদকর্মী জাহাঙ্গীর আলম জানান, আসামীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা মামলা জামিন নিতে মরিয়া হয়ে উঠেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।