প্রেস বিজ্ঞপ্তি :

টেকনাফে জাতীয় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার তৃতীয় বর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে।এ উপলক্ষ্যে শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় টেকনাফ উপজেলার দমদমিয়া ন্যাচার পার্কে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার টেকনাফ প্রতিনিধি জাবেদ ইকবাল চৌধুরী’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় টেকনাফ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নুরুল করিম রাসেল, প্রতিষ্ঠাতা সদস্য মো. আশেক উল্লাহ ফারুকী, সহ-সভাপতি মুহাম্মদ তাহের নঈম, জসিম উদ্দিন টিপু, কাইছার পারভেজ চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, টেকনাফ সাংবাদিক ফোরাম’র সভাপতি আমান উল্লাহ কবির, সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, সাধারন সম্পাদক জিয়াবুল হক, মুহাম্মদ ছলাহ উদ্দিন, টেকনাফ সাংবাদিক ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ জুবাইর, ক্রাইম সোসাইটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর ইসলাম হাবিব, সদস্য মোঃ শহীদুল্লাহ, শামসুদ্দিন, ফোরামের অর্থ সম্পাদক জামাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোঃ রফিক, সদস্য ফরিদুল আলম, জিয়াউল হক জিয়া, মিজানুর রহমান, মোঃ শফি প্রমুখ। এ সময় বক্তারা বলেন, খুব অল্প দিনে বাংলাদেশের খবর পত্রিকাটি টেকনাফসহ সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই সফলতার ধারাবাহিকতা অব্যাহত রেখে সামনে এগিয়ে যেতে হবে। এছাড়া অনুষ্ঠানে পেশাজীবি, সংবাদকর্মী এবং গণ্যমান্য ব্যক্তি বগ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক বর্ণাট্য র‌্যালী ন্যাচার পার্ক থেকে বের হয়ে কক্সবাজর-টেকনাফের প্রধান সড়কে এসে শেষ হয়।