মোঃ আবু সায়েম , কক্সবাজারঃ
কক্সবাজার জেলা কারাগারে নবাগত কারাবন্দীর পাকস্থলী হতে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে কারা অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান কারা কর্তৃপক্ষ । আটক নাজমুল হাসানের বাড়ী শরীয়তপুরে।
কক্সবাজার জেলা কারাগারের জেলার শাহাদাত হোছ্ইান জানান,আসামীর গতিবিধি সন্দেহ হলে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। পরে বিশেষ কৌশলে তার পাকস্থলী হতে উক্ত ইয়াবাগুলো উদ্ধার করা হয়। জেলার আরো জানান, কারাগারের ভিতরে যাতে মাদকের ব্যবহার না হয়, সে ব্যাপারে গভীর দৃষ্টি রাখা হয়েছে। যেসব আসামী মাদকের মামলায় আটক হয়ে কারাগারে প্রবেশ করে তাদেরকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়।
জেল সুপার বজলুর রশীদ আখন্দ জানান ,কারাগারে দ্বিতীয় বারের মতো ইয়াবা উদ্ধার করা হয়েছে। কক্সবাজার কারাগার এখন আগের মতো নাই। কারাগারে নিরাপত্তার পাশাপাশি কোন অবৈধ জিনিস যাতে প্রবেশ না পারে সেজন্য সজাগ আছি। তিনি আরো বলেন, কক্সবাজার জেলা কারাগারকে মডেল কারাগার হিসাবে রুপান্তর করতে আমাদের শারীরিক এবং মানসিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।