মোঃ জয়নাল আবেদীন টুক্ক, নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ঘুমধুম ইউনিয়ন ফুটবল একাদশ তিন-দুই গোলে চ্যাম্পিয়ান হয়েছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকালে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় রানার আপ হয়েছে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন ফুটবল একাদশ। সপ্তাহ ব্যাপী চলা এ খেলায় উপজেলার ৫ ইউনিয়নের পাঁচটি টিম অংশ নেন।
ফাইনাল খেলায় পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হয়ে বিজয়ীদের মাঝে ট্রপি ও পুরস্কার তুলে দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইমরান মেম্বার, সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী ও ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন প্রমূখ।