রিয়াজুল হাসান খোকন ,বাহারছড়া , টেকনাফ :
১৪ সেপ্টেম্বর টেকনাফ বাহারছড়া শামলাপুর র্যাব ১০ অস্থায়ী ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ আনিছুজ্জামানের নেতৃত্বে, ডিএডি হুমায়ুন কবির ও সাব-ইন্সপেক্টর আবদুল মান্নানের সমন্বয়ে গঠিত র্যাব১০ একটি চৌকস দল টেকনাফের হ্নীলা মৌলভী বাজারের আলী আকবর পাড়ায় অভিযান চালিয়ে প্রায় ৩৯৬০০০ হাজার টাকা দামের আমদানী নিষিদ্ধ ১৯৮ কার্টুন মায়ানমারের সিগারেট সহ একজন কে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। আটককৃত ব্যক্তি হ্নীলা আলী আকবর পাড়ার নুরুল ইসলামের পূত্র মোহাম্মদ (২৮) বলে জানা যায়। এদিকে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন বাহারছড়া শামলাপুর র্যাব ১০ অস্থায়ী ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ আনিছুজ্জামান।