প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি রাশেদুল করিম এর পিতা ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও একাধারে দুই যুগেরও বেশী সময় ধরে নির্বাচিত ইউ.পি. সদস্য মোহাম্মদ হোসেন মেম্বার আজ ভোর সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেছেনে (ইন্নলিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালের তাঁর বয়স ছিল ৬৮।

তিনি ৫ পুত্র সন্তান ও তিন কন্যাসহ অসংখ্য আত্বীয়,নাতী নাতনী ও সামিজক শীর্ষ রেখে যান। আজ আছরের নামাজের পর হাজীপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্হানে দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

তাঁর মৃত্যুতে জেলা বিএনপির পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না। এক বিবৃতিতে তারা মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।