ফারুক আহমদ, উখিয়া :
উখিয়ায় বঙ্গবন্ধু জাতীয় (অনুর্ধ ১৭) ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় রত্নাপালং ইউনিয়ন পরিষদ বাছাই একাদশ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ সেপ্টম্বর) পাতাবাড়ি খেলার অনুষ্ঠিত টানটান উত্তেজনা পূর্ণ খেলায় হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ বাছাই একাদশকে ০-৩ গোলের ব্যবধানে পরাজিত করে রত্নাপালং ইউনিয়ন পরিষদ বাছাই একাদশ চ্যাম্পিয়ান হয়ে জেলা পর্যায়ে খেলার গৌরব অর্জন করেছে।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন, উখিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। চ্যাম্পিয়ান ট্রফি গ্রহন করেন, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাইরুল আলম চৌধুরী ও খেলোয়াড় গণ। এসময় উপজেলা প্রসাষনের কর্মকর্তা, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও পরিষদের জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহয়তায় এবং উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় (অনুর্ধ ১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়। রতœাপালং ইউনিয়ন পরিষদ বাছাই একাদশ বনাম হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ বাছাই একাদশের মধ্যকার খেলায় দু’দলই আক্রমনাত্বক ফুটবল খেলা উপহার দেয়। শত শত দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনার পূর্ণ খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেনি।
ট্রাইব্রেকারে রত্নাপালং বাছাই একাদশের গোলরক্ষক মোরশেদ হলদিয়া বাছাই একাদশের পর পর ৩টি শর্ট রুখে দেয়। ফলে ৩-০ গোলে রত্নাপালংপালং ইউনিয়ন পরিষদ বাছাই একাদশ চ্যাম্পিয়ান হয়। রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাইরুল আলম চৌধুরী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, পরিষদের পক্ষে গত ২সপ্তাহ ধরে খেলোয়াড় দেরকে নিবিড় ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। খেলোয়াড়দের নৈপূন্য ও টিম ওর্য়াকের কারণে জয়লাভ করতে সক্ষম হয়েছে। বিশেষ করে গোল রক্ষক মোরশেদের অবদান ছিল বেশি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।