প্রেস বিজ্ঞপ্তি :

রামুর পূর্ব মেরংলোয়া এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনিল শর্মার সহধর্মিনী এবং ঢাকাস্থ রামু সমিতির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যাবসায়ি, ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্টান রামু খিজারী সরকারী উচ্চ বিদ্যালযের এসএসসি ৯২ ব্যাচের শিক্ষার্থী সুজন শর্মার মাতা সড়ক দূর্ঘটনার শিকার হয়ে পরলোকগমনে গভীরভাবে শোক প্রকাশ করেছেন খিজারীয়ান’৯২ এর সদস্যবৃন্দ।

এক শোক বার্তায় শোকাহত পরীবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, খিজারীয়ান’৯২ এর সদস্য উৎপল চৌধুরী, প্রকৌশলী জয়নাল আবেদীন জয়নাল, শাহাদাত হোসন, নুরুল কবির, রতন বড়ুয়া, সিরাজুল ইসলাম ভুট্টো, আতিক উল্লাহ চৌধুরী, পারকার বড়ুয়া, আনছার উদ্দিন, মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, বিশ্বজিৎ বড়ুয়া, ফরিদুল আলম, নুরুল আলম ভূট্টো, আব্দু সালাম ভূট্টো, আব্দুল্লাহ জামান, ক্ষিতিশ বড়ুয়া, আবু বক্কর, অধীর শর্মা, সবুজ শর্মা, সুশান্ত মজুমদার, চঞ্চল শর্মা, চঞ্চল দাশ গুপ্ত, করুনাশ্রী মহাথের প্রমূখ।