সংবাদদাতাঃ
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও একাধারে দুই যুগেরও বেশী সময় ধরে নির্বাচিত ইউ.পি. সদস্য মোহাম্মদ হোসেন মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (১৪সেপ্টম্বর) ভোর সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালের তাঁর বয়স ছিল ৬৮ বছর।
মোহাম্মদ হোসেন মেম্বার কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল করিমের পিতা। মরহুমের স্ত্রী, ৫ ছেলে ও তিন মেয়ে ছিল।
শুক্রবার আছরের নামাজের পর হাজীপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
এদিকে মোহাম্মদ হোসেন মেম্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
শোক বার্তায় তিনি মরহুমের আত্নার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ঝিলংজা ইউপির সাবেক মেম্বার মোহাম্মদ হোসেনের মৃত্যু
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে