রেজাউল করিম রেজা:
চিত্রনায়িকা পপিকে নিয়ে নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন রাজনীতি খ্যাত পরিচালক বুলবুল বিশ্বাস। তার নতুন ছবির নাম ‘কাট পিছ’ সম্প্রতি নিজের ফেসবুকে এ ছবির একটি পোস্টার শেয়ার করেছেন বুলবুল বিশ্বাস।

শেয়ার করার সঙ্গে সঙ্গে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে আলোচনার জন্ম দেয় পোস্টারটি। পোস্টারে দেখা গেছে, বেশ আবেদনময়ী ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন পপি। তাকে জড়িয়ে ধরে আছে একটি ছেলে, যার মুখ দেখা যাচ্ছে না।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বুলবুল বিশ্বাস বলেন, ‘আমাদের চলচ্চিত্রে একসময় দেশে অশ্লীলতা বেড়ে গিয়েছিল। আমি সে বিষয়টা নিয়ে অনেক দিন ধরে গবেষণা করেছি। সেই অনুযায়ী গল্প ও চিত্রনাট্য তৈরি করছি। এই ছবির মাধ্যমে অশ্লীলতার সেই সময়ের কিছু গল্প তুলে ধরার চেষ্টা করব।’

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পপি। তবে পপি বিপরীতে কে থাকছেন সেটি এখানো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন পরিচালক। খুব শিগগিরই বাকি চরিত্রগুলোর ব্যাপারে জানানো হবে। চলতি বছরের ডিসেম্বর থেকে ছবির চিত্রায়ণ শুরু করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন পরিচালক বুলবুল বিশ্বাস।